by Md Rashedul Islam
January 30th 2020.

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সমাবেশের (পিটি) সময় এক স্কু’লছাত্রীর মৃ’ত্যু হয়েছে। সকালের নাস্তা না করেই ওই ছা’ত্রী প্রাইভেট পড়তে যায়, সেখান থেকে ক্ষু’ধা পেটেই স্কুলে গিয়েছিল সে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ওই শি’ক্ষার্থীর মৃ’ত্যু হয়। মৃ’ত শিরিন আকতার ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছা’ত্রী। সে ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের জয়নাল আবেদীনের মেয়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, বিদ্যালয়ে পিটি চলার সময় হঠাৎ শিরিন আকতার জ্ঞা’ন হা’রিয়ে ফে’লে। ওই সময় অন্যান্য শি’ক্ষার্থীরা তাকে কোলে করে বিদ্যালয় মিলনায়তনে নিয়ে যায়। সেখান থেকে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বা’স্থ্য ক’মপ্লেক্সে নেওয়া হয়। হা’সপাতালের ‘চিকিৎসক ইফ্ফাত রুবাইয়াত তাকে মৃ’ত ঘোষণা করেন।

শিরিনের মা জ্যোস্না আকতার বলেন, বুধবার সকাল ৭টায় কিছু না খেয়েই স্কুলে প্রাইভেট পড়তে যায় শিরিন। যাওয়ার সময় কিছু খাওয়ার জন্য টাকা নিয়ে আসে। সকাল সাড়ে ১০টার সময় স্কুল থেকে খবর পাই শিরিন অ’সুস্থ। এরপর হা’সপাতালে এসে দেখি আমার মে’য়ে আর নাই!

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ত’দন্ত) মো. আবদুর রশিদ বলেন, শিরিন আকতার নামে এক শি’ক্ষার্থীর মৃ’ত্যুর খবর শুনে বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে গিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

সুত্রঃ

দেশের খবর

Search Website

Search

Subscribe

Newsletter

WhatsApp Google Map

Safety and Abuse Reporting

Thanks for being awesome!

We appreciate you contacting us. Our support will get back in touch with you soon!

Have a great day!

Are you sure you want to report abuse against this website?

Please note that your query will be processed only if we find it relevant. Rest all requests will be ignored. If you need help with the website, please login to your dashboard and connect to support